ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তেলেগু সিনেমায় আসছেন যীশু সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
তেলেগু সিনেমায় আসছেন যীশু সেনগুপ্ত

বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে অনেক আগেই হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। এখন নিয়মিতই বলিউডে কাজ করছেন তিনি। গত বছরেও তার বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে।

এবার ভারতের দক্ষিণের সিনেমায়ও কাজ করছেন ৪২ বছর বয়সী এই অভিনেতা। তেলেগু অভিনেতা নাগা শৌর্যর সঙ্গে দক্ষিণী সিনেমা ‘অশ্বত্থামা’য় অভিনয় করছেন তিনি।

সিনেমাটির শুটিংয়ের বেশকিছু দৃশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন যীশু।

সিনেমাটি পরিচালনা করছেন নবাগত রামানা তেজা। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম। তবে এটিই প্রথম নয়। এর আগে দক্ষিণে এনটি রামা রাওয়ের বায়োপিক ‘এনটিআর’-এ অভিনয় করেছিলেন এই তারকা। পর্দা ভাগ করেছেন দক্ষিণের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে।

গত বছর কঙ্গনা রনৌতের সঙ্গে জুটি বেঁধে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন যীশু। এছাড়া ‘সড়ক টু’, ‘দেবীদাস ঠাকুর’, ‘শকুন্তলা দেবী’ সিনেমাতেও তিনি কাজ করেছেন। ‘মণিকর্ণিকা’য় তিনি কঙ্গনার স্বামী, ‘সড়ক টু’তে আলিয়া ভাটের বাবা এবং ‘শকুন্তলা দেবী’তে বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।