সোমবার (২৭ জানুয়ারি) ভারতের জয়পুরে একটি সাহিত্য উৎসবে যোগ দেন এই অভিনেত্রী। সেখানে উৎসব সম্পর্কে বলতে গিয়ে বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃত্যুর কথা স্মরণ করে কেঁদে উঠেন দিয়া।
কান্নার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রোববার (২৬ জানুয়ারি) দিনটি খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু ভোর ৩টায় আমার মোবাইলে বাস্কেটবল খেলোয়াড় ব্রায়ান্টের নিউজ অ্যালার্ট আসে, যা আমাকে খুব কষ্ট দেয়। কারণ দীর্ঘদিন ধরেই আমি তাকে অনুসরণ করতাম।
‘রেহনা হ্যায় তেরি দিল ম্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরও বলেন, কোবি ব্রায়ান্টের হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখ পেয়েছি। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তা মানিয়ে নিতে হয়। আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম, কারণ আমার ব্লাডপ্রেসার লো ছিল।
রোববার (২৬ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ মোট ৯জন আরোহী নিহত হন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ওএফবি