ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী লীনা আচার্যের জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
অভিনেত্রী লীনা আচার্যের জীবনাবসান লীনা আচার্য

হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ লীনা আচার্য মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছিলেন তিনি।  

জি টিভির জনপ্রিয় শো ‘আপ কে আ জানে সে’, অ্যান্ড টিভির ‘মেরি হানিকারক বিবি’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন লীনা। এছাড়া ক্রাইম পেট্রোলের একাধিক পর্বেও দেখা গেছে তাকে। নিয়মিত ছিলেন ওয়েব সিরিজেও।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১২ দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন লীনা। বেশ কয়েক মাস ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সবাইকে ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।

অল্প বয়সে লীনার মৃত্যুতে হিন্দি টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

টেলিভিশন ছাড়াও লীনা বড় পর্দায় অভিনয় করেছেন। রানী মুখার্জি অভিনীত ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় হাজির হন এই অভিনেত্রী। তাকে সবশেষ দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘বেবাকি’ এবং ‘অভয় টু’-তে। এছাড়া ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ অভিনয় করে বেশ আলোচিত ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।