ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০২১ সালে বড় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
২০২১ সালে বড় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ শাহরুখ খান

২০১৮ সালের পর শাহরুখ খানের আর কোন নতুন সিনেমা মুক্তি পায়নি। তাই বলিউড ‘বাদশা’ তার সাম্রাজ্যে কবে ফিরবেন, সেজন্য অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা।

তবে এবার আর ভক্তদের নিরাশ করছেন না এই সুপারস্টার। নতুন বছরের শুরুতে বড় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জানালেন, ২০২০ সালে তার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

শনিবার (২ জানুয়ারি) ৩ মিনিট ১৫ সেকেন্ডের এক ভিডিওবার্তায় শাহরুখ খান নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বছরের কঠিন সময়ের নানা অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি নতুন বছর নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। এছাড়া ভিডিওবার্তার শেষে বলেন, ‘২০২১ সালে দেখা হচ্ছে বড় পর্দায়!’

এর মাধ্যমে শাহরুখ খান নতুন বছর বড় পর্দায় ফেরার কথা সবাইকে জানালেন।

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘আমরা জানি ২০২০ সাল কতটা ভয়ানক ছিল। কিন্তু সেটা এখন অতীত। এবং আমি বিশ্বাস করি ২০২১ সাল আমাদের জন্য হতে যাচ্ছে আরও বড়, আরও ভালো, উজ্জ্বল এবং আরও সুন্দর- ইনশাআল্লাহ। ’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর শাহরুখ ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে প্রচুর কমেন্ট করতে দেখা যায়।

২০১৮ সালে আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর এখন পর্যন্ত আর কোন নতুন সিনেমার মুক্তি পায়নি শাহরুখকে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।