ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

অসুস্থতার কারণে পুরস্কার নিতে পারলেন না আনোয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
অসুস্থতার কারণে পুরস্কার নিতে পারলেন না আনোয়ারা

ঢাকা: ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা নিজ হাতে গ্রহণ করতে পারলেন না বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি গুরুতর অসুস্থ।

সেজন্য পুরস্কারের মঞ্চে হাজির হতে পারেননি তিনি।  

বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনোয়ারার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার মেয়ে অভিনেত্রী রোমানা রাব্বানী মুক্তি।  

এদিন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জানা যায়, গেল ১১ মার্চ রাতে আনোয়ারার ব্রেন স্ট্রোক হয়। এরপর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় দু’দিন আগে বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।

ব্রেন স্ট্রোকে আনোয়ারার দু’চোখে বেশি আক্রান্ত হয়েছে। চোখে ঝাপসা দেখছেন তিনি, এ কারণে ঠিকমতো হাঁটতেও পারছেন না। ঠিক মতো চিনতে পারছেন না কাউকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরোপুরি সুস্থ হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে।  

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। তার সঙ্গে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন নন্দিত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।