ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘টপ গান’ নিয়ে স্টার সিনেপ্লেক্সে আসছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
‘টপ গান’ নিয়ে স্টার সিনেপ্লেক্সে আসছেন টম ক্রুজ টম ক্রুজ

১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল টম ক্রুজের সাড়া জাগানো হলিউড সিনেমা ‘টপ গান’। দীর্ঘ ৩৬ বছর পর আসছে এর দ্বিতীয় কিস্তি  ‘টপ গান: ম্যাভেরিক’।

 

শুক্রবার (২৭ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সের সব শাখায়। এরইমধ্যে মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইট এবং কাউন্টার থেকে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।  

গত ১৮ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আসরে ‘টপ গান: ম্যাভেরিক’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিতে দেখা যায় সিনেমাটির প্রধান অভিনেতা টম ক্রুজকে।  

প্রথম কিস্তির শেষে ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের সিনেমায় নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। তিনি ছাড়াও আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

৩৬ বছর আগে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘টপ গান’। বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ‘টপ গান’।  

প্রয়াত টনি স্কট পরিচালিত সিনেমাটি মুক্তির পরের বছর ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ সেরা গানের অস্কার পুরস্কার জিতে। নতুন পর্ব নিয়েও দারুণ প্রত্যাশা ব্যক্ত করেছেন সিনেমা সমালোচকরা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad