ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

বিনোদন

সাই পল্লবীর নামে থানায় অভিযোগ দায়ের

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৭, ২০২২
সাই পল্লবীর নামে থানায় অভিযোগ দায়ের সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি কাশ্মিরী পণ্ডিতদের হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাই।

এর জেড়েই তার নামে থানায় অভিযোগ দায়ের হয়।

জানা যায়, ভারতের হায়দরাবাদের সুলতান বাজার থানায় সাই পল্লবীর নামে অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা।

বর্তমানে তার নতুন সিনেমা ‘বিরাট পারভম’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন সাই পল্লবী। এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘‘কাশ্মীর ফাইলস সিনেমাতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না। ’’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‘বিরাট পারভম’ সিনেমায় ভেনেলার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। তার বিপরীতে আছেন রানা দাজ্ঞুবতি। শুক্রবার (১৭ জুন) মুক্তি পেয়েছে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ১৭, ২০২২
এনএটি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।