ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

তক্ষকসহ ২০ বন্যপ্রাণি-পাখি জব্দ, ন্যাশনাল পার্কে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
তক্ষকসহ ২০ বন্যপ্রাণি-পাখি জব্দ, ন্যাশনাল পার্কে অবমুক্ত

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তক্ষক ও টিয়াসহ ২০টি বন্যপ্রাণি-পাখি জব্দ করেছে বনবিভাগ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

পরে বিকেলে এ বন্যপ্রাণী ও পাখি গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজারে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের বিষয় টের পেয়ে বন্যপ্রাণি ও পাখিগুলো রেখে ব্যবসায়ীরা পালিয়ে গেছে। পরে সেখান থেকে ১টি তক্ষক, ১টি বাঘডাস, ৬টি বেগুনী কালিম পাখি, ৮টি ঘুঘু এবং ৪টি টিয়া পখিসহ জব্দ করা হয়। বিকেলে গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে জব্দকৃত বন্যপ্রাণী ও পাখি অবমুক্ত করা হয়। এ বন্যপ্রাণি-পাখি ধরা ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।  

এ সময় বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক ও ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।