ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মুরগি খাওয়ার অপরাধে অজগর পেটালেন গৃহকর্তা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
মুরগি খাওয়ার অপরাধে অজগর পেটালেন গৃহকর্তা শ্রীমঙ্গলের ইছবপুর থেকে উদ্ধার করা ‘অজগর’। ছবি- বাংলানিউজ

মৌলভীবাজার: মুরগি খেয়ে ফেলায় একটি অজগর সাপকে পিটিয়ে আহত করলেন গৃহকর্তা। আহত আজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাথমিক শুশ্রুষার আগ পর্যন্ত এটি আশঙ্কাজনক অবস্থায় ছিল। তবে বর্তমানে সে সুস্থ। 

মঙ্গলবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল শহরের ইছবপুর এলাকা থেকে আহত অজগর সাপটি উদ্ধার করা হয়।  

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, ইছবপুর এলাকার অবতাব মিয়া তার খোমারের ৪/৫টি মুরগি খাওয়ার জের ধরে অজগর সাপটিকে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে ছুটে গিয়ে আমি এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।  

প্রথম দিকে বেশ অসুস্থ থাকলেও প্রাথমিক সেবা-শুশ্রুষার পর এটি কিছুটা চাঙ্গা হয়েছে।  

ভেতরে কোনো ক্ষত না থাকলে আশা করা যায় এটি দ্রুতই সেরে উঠবে। জানান সজল দেব।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।