ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় অজগর উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
পাথরঘাটায় অজগর উদ্ধার অজগর। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় ১০ ফুট লম্বা (৭ হাত) একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।  

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার সময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকর শীলের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল অজগর উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

বন বিভাগের সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, পাথরঘাটার বিশখালী নদী তীরবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে শংকর শীলের বাড়িতে আশ্রয় নেয়। পরে দুপুর ১টার দিকে হাঁস, মুরগির খোয়ারের দিকে গেলে বাড়ির লোকজন সাপটি দেখতে পান। এসময় পাথরঘাটার সাপুড়ে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।  

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি উদ্ধারের পরে হরিণঘাটা বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অজগর সাপ সুন্দরবন থেকে নদী পেরিয়ে পাথরঘাটায় চলে আসে।
  
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।