ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সৈকত, উদাসীন কর্তৃপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সৈকত, উদাসীন কর্তৃপক্ষ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর সব মহাসাগরে জেলফিশ দেখাতে পাওয়া যায়।

ইংরেজি নাম হিসেবে এটিকে চন্দ্র জেলিফিশ (moon jellyfish) বলা হয়ে থাকে। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়; এর মেরুদণ্ড নেই।   এটি শুধুমাত্র সীমাবদ্ধ গতি এবং স্রোতের সঙ্গে প্রবাহিত হয়।  

এ প্রজাতিটি উত্তর ইউরোপের পূর্ব আটলান্টিক উপকূল এবং নিউ ইংল্যান্ড এবং পূর্ব কানাডার উত্তর আমেরিকার পশ্চিম আটলান্টিক উপকূলের সঙ্গে পাওয়া যায়। সাধারণভাবে এটি উপকূলীয় প্রজাতির প্রাণী এবং এগুলো প্রাচীর এবং আশ্রয় অঞ্চলে পাওয়া যায়। বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে দিন দিন কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে আসছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিশ। মৃত্যু জেলিফিশে সয়লাব হয়ে আছে সমুদ্রসৈকত।

জেলিফিশগুলো কোনটা দেখতে চাঁদের মতো আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো।  শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় সৈকতরে গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে সৈকতের বালুতে আটকে পড়ে জেলিফিশের মৃত্যু হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

তবে, এখন এসব জেলিফিশ পচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জেলিফিশের মৃত্যুর রহস্য উন্মোচন ও সৈকত থেকে অপসারণের দাবি জানিয়েছেন পর্যটকরা।  এর আগে, বেশ কয়েকবার সৈকতে শত শত মৃত জেলিফিশ ভেসে আসে।

কলাপাড়া উপজেলো সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা বাংলানিউজকে জানান, মেরুদণ্ডহীন এসব প্রাণী স্রোতের উল্টো চলতে পারে না। তবে, এসব জেলিফিশ কী কারণে ভেসে আসছে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।

দ্রুত জেলিফিশের মৃত্যুর কারণ উদঘাটন করে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্যের সঙ্গে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।