ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে ঘরের মধ্যে মিললো ৯ ইঞ্চির তক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ৬, ২০২২
বাগেরহাটে ঘরের মধ্যে মিললো ৯ ইঞ্চির তক্ষক

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলার এক বাড়ি থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। ৩৫০ গ্রাম ওজনের তক্ষকটি লম্বায় নয় ইঞ্চি।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে বুধবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের নিলুফা বেগম নামে এক নারীর বাড়ির কাঠের ঘর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।  

নিলুফা বেগম বলেন, সন্ধ্যায় কাঠ রাখার ঘরে কাঠ আনতে গিয়ে তক্ষকটি দেখতে পেয়ে আটকে রাখি। পরে বিষয়টি ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদারকে জানাই। তার কাছে খবর পেয়ে রাতে বনকর্মীরা তক্ষকটি উদ্ধার করে নিয়ে যান।
 
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে আমরা নিলুফার বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করি। পরে বৃহস্পতিবার সকালে তক্ষকটিকে সুন্দরবনে ছেড়ে দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।