ঢাকা: সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে কুয়াশার চাদরে মোড়া। একইসঙ্গে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাসও।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশার চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।
কুয়াশার কারণে গ্রাম ও শহরের সড়কগুলোতে বাতি জ্বালিয়ে যানবাহন চলেছে।
ঘন কুয়াশার মধ্যে কিশোর ও তরুণরা মাঠে ফুটবল খেলায় মত্ত।
সকালে টাটকা সবজি কিনতে ক্ষেতে এসেছেন ক্রেতারা। তাদের অপেক্ষা করিয়ে ক্ষেত থেকে শাক কাটছেন কৃষক।
ক্ষেত থেকে শাক তুলছেন দুই নারী।
শীতের আমেজ উপভোগ করতে ফুটপাতের দোকান থেকে পিঠা কিনে খাচ্ছেন ভোজনরসিকরা।
কুয়াশার মধ্যে শিশুকে কোলে নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন এক নারী। পাশেই দুই তরুণীর খুনসুটি।
ক্ষেত থেকে শাক তুলে নদীতে বালু পরিষ্কার করছেন এক কৃষক। ক্যামেরার ক্লিক পড়তেই তার অবাক চাহনি।
কুয়াশাচ্ছন্ন প্রকৃতিকে মনে রাখতে দুই তরুণ ছবি তুলতে ব্যস্ত।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এএটি