ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কাশের শুভ্র দ্যুতি

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
কাশের শুভ্র দ্যুতি মৃদু বাতাসে নুয়ে পড়ছে কাশফুল। ছবি: শাকিল আহমেদ

শরতের মতো এমন শুভ্র-স্নিগ্ধ-শান্ত মৌসুম আর হয় না। শরতের নীল আকাশে সাদা তুলোর মতো মেঘগুলোকে উড়ে যেতে দেখে মন উদাসীন হয়ে উঠবে শরৎ প্রেমীদের।

 মনের কিনারা ছুঁয়ে যায় তাদের কিসব অজানা অনুভূতি!

তাইতো শরৎ প্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি/ শরৎ, তোমার শিশির-ধোয়া কুণ্ডলে’



প্রকৃতির নিয়ম অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকার আশপাশের কাশবনগুলো জেগে উঠছে। আকাশে ভেসে বেড়ানো সাদা তুলার মতো মেঘ আর নদীর তীরে ফুটে থাকা কাশফুল এক অপার সৌন্দর্যের সৃষ্টি করে। এ মৌসুমে কাশের শুভ্রতায় ছেয়ে যায় নদীর তীর।

প্রিয়জনের হাত ধরে ঘুরছেন কাশ বনের মাঝে, নীলাকাশ ও সাদার হাতছানিকে সাক্ষী রেখে। কেউ কেউ তো স্মৃতি ধরে রাখতে সেলফিও তুলছেন। নগরের যান্ত্রিক কোলাহল থেকে একটু প্রকৃতির সান্নিধ্যে পেতে চলে যেতে পারেন কাশফুলের কাছে। শরতের কাশফুল বেশি দিন স্থায়ী হয় না। তাই আর দেরি না করে ঘুরে আসুন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বেরাইদ এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।