ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফিচার

হবিগঞ্জে মাছের মেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
হবিগঞ্জে মাছের মেলা 

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে পইল নতুন বাজার মাঠে এ মেলা বসে।

 

প্রতি বছর পৌষ সংক্রান্তিতে পইল নতুন বাজার মাঠে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি পইলসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে যেন এক উৎসবের আমেজ নিয়ে আসে।

এখানে অল্প দাম থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত মাছ বিক্রি হয়ে থকে। বিশালাকৃতির বাঘাই, বোয়াল, চিতল, রুই, কাতল, কার্প, কালী বাউশ, ঘাসকার্প, শোল, গজার ইত্যাদি মাছ মেলায় স্থান পেয়েছে।

এছাড়া পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা ইত্যাদি মাছও আছে। মাছের পাশাপাশি মেলায় বিভিন্ন কৃষিজাত পণ্যের সমাগমও ঘটে।

গত বছর মাছের মেলায় ৩০ কেজি ওজনের একটি রুই মাছ উঠলে ক্রেতারা ভিড় জমান। মাছটি বিক্রি হয়েছিল ৫০ হাজার টাকায়।

পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুইশ বছরের বেশি সময় ধরে এ মাছ মেলার আয়োজন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।