বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ইউপিএল আয়োজিত ‘বই উৎসব এবং গ্র্যান্ড সেল’ ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে আগামী ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্র্যান্ড সেল চলবে।
এই বই উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নূরুল কবীর।
জ্ঞানভিত্তিক বই সাশ্রয়ী মূল্যে শিক্ষক ও ছাত্রদের জন্য উপস্থাপন করার উদ্দেশ্যে ইউপিএল গত দুই দশক ধরে প্রতি বছর এই আয়োজন করে আসছে। ইউপিএল গ্র্যান্ড সেলের জন্য বহু পাঠক বছরজুড়ে অপেক্ষায় থাকেন।
এমজেএফ