ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ২০ জুলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জুলাই ২০, ২০১০
ইতিহাসে এই দিন ২০ জুলাই

ঘটনা
১৯০৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদিত।
১৯৪৭ সালে মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা   ‘বেগম’ প্রকাশিত।


১৯৫১ সালে জর্দানের বাদশাহ আবদুল্লাহ আততায়ীর হাতে নিহত।
১৯৫৪ সালে ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনিভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
১৯৭৪ সালে তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।
১৯৭৬ সালে মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।

ব্যক্তি
১৮৬৪ সালে নোবেলজয়ী [১৯৩১] কবি এরিক আক্সেল কার্লফেলডটের জন্ম।
১৮৯৭ সালে নোবেলজয়ী [১৯৫০] সুইস রসায়নবিদ তাদিউস রাইখস্টাইনের জন্ম।
১৯১৯ সালে এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ও মেরুঅভিযাত্রী এডমন্ড হিলারির জন্ম।
১৯৪৫ সালে ফরাসি কবি পল ভ্যালেরির মৃত্যু।
১৯৭৪ সালে খ্যাতনামা সুরকার ও সংগীত শিল্পী কমল দাশগুপ্তের মৃত্যু।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।