ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফিচার

কলমি-ক‍চুরিপানার ফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, নভেম্বর ১৬, ২০১৪
কলমি-ক‍চুরিপানার ফুল ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিটি ঋতুতে রূপে-রসে, গন্ধে একেবারে আলাদা রূপে সাজে প্রকৃতি। এইতো ক’দিন আগেও খাল-বিল, জলাশয়ে তারার মতো ফুটে ছিল নানা প্রজাতির শাপলা।

শরতের চিরচেনা এ রূপ বদলে গেলো হেমন্তের আগমনের সঙ্গে সঙ্গে।
 
ক’দিনের ব্যবধানে খাল-বিল, বিস্তির্ণ জলাশয় কচুরিপানায় ঢেকে গাঢ় সবুজ জলজ গালিচায় পরিণত হয়েছে। এরই মধ্যে থোকায় থোকায় ফুটতে শুরু করেছে কচুরি ফুল।

ঠিক এ সময়টায় শুষ্ক জলাশয়ের পাশ দিয়ে গেলে যে কারো ইচ্ছে করবে হাত বাড়িয়ে দুটো কচুরি ফুল তুলে নিতে। আর বয়টা শৈশবের হলে তো কথাই নেই। তাইতো দু’হাত ভরে ফুল তুলে কী অসীম আনন্দ তাদের!
 
রূপগঞ্জ এলাকার জলাভূমি থেকে কচুরি ফুল তোলার এ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বাংলানিউজের আলোকচিত্রি রেহানা আক্তার।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।