ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

গাধার ভাগ্য!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গাধার ভাগ্য!

একে আপনি কি বলবেন? পুলিশের ঝাঁ-চকচকে টহল কারে সওয়ার যদি হয় কেউ মানে সে সওয়ারী যদি হয় জগতের সবচেয়ে বোকাসোকা প্রাণি গাধা? নিশ্চয় কবুল করবেন গাধাটি ভাগ্যবান, তাই নয় কি? হ্যাঁ, এমন ভাগ্যবান গাধাটি আমেরিকার ওকলাহোমা সিটির। গাধাটি মনের সুখে চরে বেড়াচ্ছিল মুক্ত হয়ে।

লোকজন সেটা জানাল পুলিশকে।   সে সময়ই সেদিক দিয়ে যাচ্ছিল এক পুলিশ টহল কার। তারা এবার দায়িত্ব পালনে এগিয়ে গেলেন। গাধাটিকে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে পুলিশ কর্মকর্তা কাইলে কেনান (Kyle Canaan) ভাবলেন, গাধাটিকে যদি পুলিশ কারে তুলে নেওয়া হয় তাহলে বেচারা গাধা অনেক বেশি নিরাপদ থাকবে। কিন্তু ওকে বেঁধেটেধে যখন পুলিশ কারে তোলা হলো তখন তিনি হাড়ে হাড়ে টের পেলেন গাধা কী জিনিস!এ নিয়ে সংবাদমাধ্যমের খবরের শিরোনাম:‘Police Give Donkey A Lift In Patrol Car .’

(খবরের লিংক: http://news.sky.com/story/1598335/police-give-donkey-a-lift-in-patrol-car)

পুলিশ কারে তোলার পর গাধাটি মনের সুখে মলত্যাগের কাজটিও করে বসলো। পরিমাণে এতো বেশি যে, পুলিশ কর্মকর্তা অসহায় চিত্তে যা বললেন তা এরকম:  "It was a huge mess in the back, huge mess." বেচারা পুলিশের উচিত শিক্ষাই হলো!

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।