ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

ক্রিসমাস ডেকোরেশনে ৫০ হাজার লাইট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ক্রিসমাস ডেকোরেশনে ৫০ হাজার লাইট!

ঢাকা: ব্রিটিশ দুই ভাই ডিসেম্বরের শুরুতেই লেগে যান ক্রিসমাস ডেকোরেশনের কাজে। বড়দিনের আগ মুহূর্তে আরও মনোমুগ্ধকর হয়েছে তাদের ডেকোরেশন।

  

এ ডেকোরেশনের মূল আকর্ষণ হলো বিভিন্ন রঙের লাইট। ব্রিস্টলবাসী এ দুই ভাই নিজেদের বাড়ি সাজাতে ব্যবহার করেছেন ৫০ হাজার লাইট।

উত্তর ব্রিস্টলের ব্রেনট্রির এ বাড়ির সামনে দিয়ে যেতে-আসতে মুগ্ধও হচ্ছেন পথচারীরা।


লাইট ছাড়াও ক্রিসমাসের আনুষঙ্গিক যেমন- সান্তা ক্লজ, রেইন ডিয়ার ও স্নোম্যান ব্যবহার করেছেন লি ও পল ব্রেইলসফোর্ড নামে দুই সহোদর।

ডিসেম্বর মাসের পুরো ৩১ দিনই লাইটগুলো প্রতিদিন ছয় ঘণ্টা করে জ্বলবে।

তবে শুধু নিজেরাই বড়দিন পালনে সন্তুষ্ট নন তারা। লি ও পল চান, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ুক উৎসবের আলোকছটা।


১৯৯৪ সাল থেকে প্রতি ক্রিসমাসে লি ও পল টাকা তুলতেন। শুরুতে চাঁদা তুলে বিভিন্ন স্থানের ক্রিসমাস ট্রিতে লাইট লাগানোর ব্যবস্থা করতেন তারা। কিন্তু গত ২০ বছরে তাদের ছোট প্রচেষ্টা বড় রূপ নিয়েছে।

গত বছর তারা সাধারণ মানুষের কাছ থেকে ৩০ হাজার পাউন্ড বা প্রায় ৩৫ লাখ চাঁদা তুলেছেন। পুরো টাকা তারা বড়দিনের সময় ব্রিস্টল চিলড্রেন হসপিটাল চ্যারিটি গ্র্যান্ড অ্যাপিয়ালকে দেন।


যেনো শিশুরা বড়দিন উপভোগ করতে পারে।

লি জানান, অন্যদের বড়দিন পালনে গুরুত্বপূর্ণ অংশ হতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।