ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

জয়নুল আবেদীনের জন্ম ও মোনাজাতউদ্দিনের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জয়নুল আবেদীনের জন্ম ও মোনাজাতউদ্দিনের মৃত্যু

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৯ ডিসেম্বর, ২০১৬, বৃহস্পতিবার। ১৫ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে ৩ হাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
•    ১৮৩৫ - দ্য ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিগুলো যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।
•    ১৮৯০ - এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।
•    ১৯১১ - সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান।
•    ১৯১১ - খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।
•    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।
•    ১৯৭৫ - নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত হয়।

ব্যক্তি
•    ১৮৬৩ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জন্ম।
•    ১৯১৪ – শিল্পাচার্য খ্যাত বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী  জয়নুল আবেদীনের জন্ম।
•    ১৯৪২ - বলিউড তারকা রাকেশ খান্নার জন্ম।
•    ১৯৭৯ - ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্তের মৃত্যু।
•    ১৯৯৫ - প্রথিতযশা চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু।
•    ২০১২ - ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগের টনি গ্রেগের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।