ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঔপন্যাসিক প্রভাবতী দেবীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
ঔপন্যাসিক প্রভাবতী দেবীর জন্ম

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।


তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।


শুক্রবার, ৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫৫৮: ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।
১৭৯৩: ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।
১৮২২: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।
১৮৩৩: অবিভক্ত ভারতের প্রথম দুই নারী কাদম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৮৯৭: আমেরিকান নিগ্রো একাডেমি গঠিত হয়।
১৯১৮: মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
১৯৩৩: জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই একনায়কতন্ত্র ঘোষণা।
১৯৬৬: জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত।
১৯৮৭: সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।
১৯৯৮: ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

জন্ম
১৬৯৬: ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো
১৮৭১: পোলিশ রাশিয়ান অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ
১৮৮৭: ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস
১৯০৫: প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক

প্রভাবতী দেবী বাংলার অবিভক্ত চব্বিশ পরগনা জেলার গোবরডাঙার নিকট খাঁটুরা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথাগত শিক্ষা না পেলেও পিতার উৎসাহে দেশি-বিদেশি কাব্য পড়তেন।
অল্প বয়সেই তিনি কিটস, শেলি, বায়রন প্রভৃতি কবির কাব্য পড়েন। মাত্র ৯ বছর বয়সে তার বিয়ে হয় বিভূতিভূষণ চৌধুরীর সঙ্গে। ব্রাহ্ম গার্লস ট্রেনিং কলেজ থেকে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট লাভ করে প্রথমে উত্তর কলকাতার সাবিত্রী বিদ্যালয়ে শিক্ষকতার কাজ নেন তিনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অনুরোধে কলকাতা করপোরেশন স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন। তার বোন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও চিত্রশিল্পী হাসিরাশি দেবী।

১১ বছর বয়সে তার প্রথম কবিতা ‘গুরুবন্দনা’ প্রকাশ পায় তত্ত্বমঞ্জরী পত্রিকায়। প্রথম গল্প ‘টমি’ প্রকাশ পায় অর্চনা পত্রিকায় ১৯২২ সালে। জলধর সেন সম্পাদিত 'ভারতবর্ষ' মাসিক পত্রিকায় ১৩৩০ বঙ্গাব্দে তার প্রথম ধারাবাহিক উপন্যাস 'বিজিতা' প্রকাশিত হয়। এটি বাংলা, হিন্দি ও মালায়লম ভাষায় যথাক্রমে ভাঙাগড়া, ভাবী ও কূলদেবম নামে চলচ্চিত্রায়িত হয়েছে। তার উপন্যাস পথের শেষে ‘বাংলার মেয়ে’ নামে নাট্য রূপায়িত ও সাফল্যের সাথে অভিনীত হয়েছে।

সাবিত্রী বিদ্যালয়ে কাজ করার সময়ে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের আলাপ হয়। কবি তাকে সাহিত্য রচনায় উৎসাহ দেন। তার লেখায় সামাজিক মূল্যবোধ, সনাতন আদর্শের কথা ফুটে উঠতো। শিশুদের জন্যে রচিত ইন্টারন্যাশনাল সার্কাস, কৃষ্ণা সিরিজ ছিল জনপ্রিয়। বাংলা গোয়েন্দা কাহিনী সাহিত্যে তিনিই প্রথম মেয়ে গোয়েন্দা ‘কৃষ্ণা’র সৃষ্টি করেন।

নবদ্বীপ বিদ্বজ্জন সভা তার সাহিত্য সাধনার জন্যে তাকে সরস্বতী উপাধি দেন। ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কারে সম্মানিত হন তিনি।
১৯৭২ সালের ১৪ মে গলব্লাডারের অসুখে তার কলকাতায় তার মৃত্যু হয়।
১৯১৮: নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ জেমস টোবিন
১৯২২: ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির
১৯২৮: শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা
১৯৩৪:  নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান
১৯৩৯: দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি লেখক
১৯৪২: স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ গনজালেয
১৯৪৩: ইতালীয় শিল্পী, গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি
১৯৭৪: আমেরিকান অভিনেত্রী ইভা মেন্ডেস

মৃত্যু
১৮২৭: ইতালীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা
১৮২৭: বিখ্যাত ফরাসী গণিতবিদ পিয়েরে লাপ্লাস
১৯৪৪: ফরাসি কবি ও লেখক ম্যাক্স জেকব
১৯৫৩: সোভিয়েত ইউনিয়নের নেতা ও স্বৈরশাসক জোসেফ স্টালিন
১৯৬১: নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত
১৯৬৭: ইরানি রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের মৃত্যু
১৯৭৩: অমূল্যকুমার দাশগুপ্ত, বাঙালি লেখক ও শিক্ষাবিদ
১৯৯৬: খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি
২০০৮: জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক
২০১৩: হুগো শাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট
২০১৬: রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী
২০২০: হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার, পেরুর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের পঞ্চম মহাসচিব

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।