ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

পল্লীকবি জসীম উদ্‌দীনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
পল্লীকবি জসীম উদ্‌দীনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার, ১৩ মার্চ ২০২১। ২৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ। ২৮ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ৪৫ - এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
•     ১৭৫৯ - হেলির ধূমকেতু সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
•     ১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
•     ১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশরা সংবাদপত্র আইন প্রণয়ন করে।
•     ১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
•     ১৯৩০ - সৌরমণ্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
•     ১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু।
•     ১৯৭১ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।

জন্ম
•     ১৭৪১ - রোমান সম্রাট দ্বিতীয় জোসেফ।
•     ১৭৯৮ - আমেরিকার ফ্রাস্ট লেডি আবিগেইল ফিল্মোর।

মৃত্যু
•     ১৯০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসন।
•     ১৯৬৭ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর ফ্রাঙ্ক ওরেল।
•     ১৯৭৬ - পল্লীকবি জসীম উদ্‌দীন। জসীম উদ্‌দীনের জন্ম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়র ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদান করেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কাজ করেন। তার সেরা সৃষ্টি নকশী কাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অন‍ূদিত হয়েছে। এছাড়া সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, এক পয়সার বাঁশি কবির উল্লেখযোগ্য গ্রন্থ।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।