ঘরোয়া ফুটবলে নতুন আঙ্গিকে সপ্তাহে মাত্র দু’দিন আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। অনেকদিন ধরে বাফুফে বলে আসছিল তারা ইউরোপের আদলে সপ্তহের শুক্র-শনিবার প্রিমিয়ার লিগ খেলা আয়োজন করবে।
অন্য মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে আয়োজিত হয়েছে ফেডারেশন কাপ; কিন্তু সেই নিয়ম বদলে গেছে। এবার থেকে লিগের মধ্যেই আয়োজিত হচ্ছে ফেডারেশন কাপ। সপ্তাহের একদিন মঙ্গলবার আয়োজিত হচ্ছে ফেডারেশন কাপের খেলা। তিন গ্রুপে ভাগ হয়ে ১১ দল নিয়ে এবারের ফেডারেশন কাপ আয়োজিত হচ্ছে।
আজ (১০ জানুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডী ক্লাব এবং মোহামেডান। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। অন্যম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজমপুর উত্তরার বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। দু’টি ম্যাচাই আয়োজিত হবে আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের ফলে শেখ জামাল এবং মোহামেডান উভয়ের পয়েন্ট তিন। গোল ব্যাবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। প্রথম ম্যাচে আজমপুরকে ৩-০ গোলে হারিয়েছিল জামাল। রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে গত শুক্রবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল জামাল। এই ম্যাচ ঘুড়ে দাড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা। অন্যম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মোহামেডান। এই ম্যাচে জয় নিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চাইবে মোহামেডান।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এআর