ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

লাল কার্ড দেখে চার ম্যাচ নিষিদ্ধ কাসেমিরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মার্চ ১৩, ২০২৩
লাল কার্ড দেখে চার ম্যাচ নিষিদ্ধ কাসেমিরো

রিয়াল মাদ্রিদের হয়ে লাল কার্ড দেখার অভিজ্ঞতা কাসেমিরোর পুরোনো ছিল না। তবে কখনও সরাসরি দেখেননি।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে এবার সেই তিক্ত অভিজ্ঞতা পেতে হলো ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। গতকাল রাতে দেখেছেন সরাসরি লাল কার্ড।  

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩৪তম মিনিটে কার্লোস আলকারাসকে ফাউল করার পর শুরুতেই কাসেমিরোকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিএআর দেখার পর বদলে গেল তার সিদ্ধান্ত। এবার তিনি দেখালেন লাল কার্ড। কান্নাভরা চোখে মাঠ ছাড়লেন কাসেমিরো। তাকে সান্ত্বনা দিলেন স্বদেশি আন্তোনি।  

এই লাল কার্ডের কারণে চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন কাসেমিরো। রেড ডেভিলসদের বর্তমানে বড় তারকার মধ্যে সবার উপরে থাকা এই ফুটবলার না থাকায় ভূগতে হবে তাদের। তাইতো ম্যাচ শেষে রেফারির উপর ক্ষোভ ঝেড়েছেন কোচ এরিক টেন হাগ। যদিও এখন কিছুই করার নেই।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।