ইতালির ক্লাব ফুটবলে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। ইয়ুর্গেন ক্লপকে রোমার পরবর্তী কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
লিভারপুলের সঙ্গে সাত বছরের সাফল্যমণ্ডিত অধ্যায় শেষে ইংলিশ ফুটবলের ডাগআউট থেকে বিদায় নিয়েছিলেন ক্লপ। এরপর ‘রেড বুল’ ফুটবল গ্রুপে গ্লোবাল ডিরেক্টর অব ফুটবল হিসেবে নতুন ভূমিকায় যোগ দিলেও সেখানে মানিয়ে নিতে পারেননি এই জার্মান কোচ। ফুটবল মাঠের টান আর দিনের পর দিন প্রস্তাবের পর শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন আবারও ডাগআউটে ফিরতে।
ব্রাজিল ও রিয়ালকে না করলেও গ্রহণ করলেন রোমার প্রস্তাব!
ক্লপের প্রতি আগ্রহ দেখিয়েছিল ব্রাজিল জাতীয় দল এবং ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত 'লা স্তাম্পা'-র প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ক্লপ রোমার সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন।
রোমার বর্তমান কোচ ক্লদিও রনিয়েরি গতকাল স্টাডিও অলিম্পিকোয় তার শেষ ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে দেন বিদায়ী উপহার। লিয়ান্দ্রো পারেদেসের দুর্দান্ত ফ্রি-কিক ছিল ম্যাচের অন্যতম আলোচ্য বিষয়। আগামী সপ্তাহে তুরিনে রনিয়েরি বিদায় নেবেন আনুষ্ঠানিকভাবে। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্লপ—নতুন স্বপ্নের ঘোড়া নিয়ে হাজির হবেন রোমার গ্যালারিতে।
রোমার বর্তমান দলে আছেন তিনজন আর্জেন্টাইন:
– লিয়ান্দ্রো পারেদেস, যিনি সম্প্রতি বোকা জুনিয়র্সে ফেরার কথা ভাবলেও রোমার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন।
– পাওলো দিবালা, যিনি সৌদি ক্লাবের ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেন রোমা-ভক্তদের আবেগের কারণে।
– মাতিয়াস সোউলে, তরুণ এই প্রতিভা রোমার ভবিষ্যতের অংশ হিসেবে বিবেচিত।
একটি বিষয় পরিষ্কার—রোমা এবার বড় কিছুর স্বপ্ন দেখছে। মাঠে আবারও দেখা যেতে পারে ক্লপের 'হেভি মেটাল ফুটবল', যে স্টাইলে তিনি লিভারপুল ও ডর্টমুন্ডকে ইউরোপ সেরা বানিয়েছিলেন।
এমএইচএম