ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সাকিবের যে কথা কাজ করে হৃদয়ের ভেতর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
সাকিবের যে কথা কাজ করে হৃদয়ের ভেতর

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাওহীদ হৃদয়ের রোমাঞ্চের জন্য এতটুকুই ছিল যথেষ্ট। কিন্তু এই ব্যাটার এরপর অংশ হয়েছেন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলেরও।

এই সুখস্মৃতি সঙ্গী করে পরদিনই হৃদয় নেমে গেছেন ম্যাচ খেলতে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা লিওপার্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন। ৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৪ রান করেন হৃদয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে জাতীয় দলে অভিষিক্ত এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবের একটা কথা সবসময়ই কাজ করে তার ভেতর।

বুধবার সাংবাদিকদের হৃদয় বলেন, ‘সাকিব ভাইয়ের একটা কথা সবসময় আমার ভেতর কাজ করে- প্রতিপক্ষ কে আছে, বা কার সঙ্গে খেলছো; এত কিছু চিন্তা করার কিছু নেই। তুমি তোমার স্বাভাবিক যে খেলা, যেটা ভালো মনে হবে সেটা করবা। ’

‘প্রতিটা সিনিয়র খেলোয়াড়ই অনেক মোটিভেট করেছে। প্রতিটা খেলোয়াড়কেই করে। আমি আশা করি ভবিষ্যতে যারা আসবে তাদেরও করবে। কারণ সিনিয়র খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ, তাদের একটা কথা একটা খেলোয়াড়ের জন্য অনেক বিশ্বাস তৈরি করে। আশা করি ভবিষ্যতেও যারা ঢুকবে, সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবে। ’

পুরো জীবন ধরেই ক্রিকেট খেলে গেছেন। ক’দিন আগে বিপিএলেও দারুণ পারফর্ম করেছেন। তবুও নিশ্চয়ই জাতীয় দলের ড্রেসিংরুমে থাকা আলাদা। তাওহীদ হৃদয় কি নিজের মধ্যে কোনো পার্থক্য দেখেন?

তিনি বলছিলেন, ‘ওরকম কোনো কিছু পার্থক্য দেখি না। আমি নিজেই চেঞ্জ হওয়ার ট্রাই করেছি আগে থেকে। এখনও করছি। ডে বাই ডে যতটুকু উন্নতি করা যায়। চেষ্টা করি, ডে বাই ডে কিছু শেখার জন্য। পরিবর্তন হওয়ার বিষয় একটা মানসিক চিন্তাভাবনা বদলেছি। ’

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।