ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

শুক্রবার মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
শুক্রবার মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রত্যাশার কোনো চাপ নেই, নেই কোনো চাহিদাও। গত কয়েকটা দিন বলা যায় একদমই নির্ভার হয়ে অনুশীলন করেছেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপ জয়ের পর এখন কেবলই মনের আনন্দে খেলে যেতে চান তিনি। ব্যক্তিগত বা দলীয় লক্ষ্য সবকিছুই অর্জন করেছেন। বাকি আছে কেবল বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় খেলার ইচ্ছাটুকু। সেই ইচ্ছা কাল পূরণ হচ্ছে মেসির। বিশ্বকাপের পর শুক্রবার মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ পানামা। ম্যাচটি নিয়ে আর্জেন্টাইনদের আগ্রহের মাত্রাটা তুঙ্গে। কিছুদিন আগে এক রেস্তেরাঁয় ডিনার করতে যান মেসি। খবর পেয়ে রেস্তেরাঁর বাইরে মুহূর্তের মধ্যে হাজির হন শতশত সমর্থক। সেই ভিড় ঠেলে বের হয়ে আসতে গলদঘর্ম ছুটে যায় মেসির।

ইতোমধ্যেই ম্যাচটি দেখতে টিকিটের আবেদন করেছেন ১৫ লাখ সমর্থক। কিন্তু স্টেডিয়ামের ধারণক্ষমতা কেবল ৮৩ হাজার। সাংবাদিকদের আবেদন জমা পড়েছে এক লাখেরও বেশি। তাই বোঝাই যাচ্ছে, ম্যাচের সময় কানায় কানায় পরিপূর্ণ থাকবে স্টেডিয়ামের গ্যালারি।  

ম্যাচের প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান গাইবেন গায়ক ফার পালাসিওস, লস তোতোরা ও লা তাই লা ম। এরপর কাতার বিশ্বকাপ নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। ম্যাচ শেষে আতশবাজি পুড়িয়ে দেশের সমর্থকদের সঙ্গে বিশ্বকাপ জয়ের উৎসবে মাতবেন মেসিরা।

সমর্থকদের প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘তারা আমাদের নায়কের চোখে দেখে এবং এটি বিশাল আনন্দের। ’ 

প্রীতি ম্যাচ হলেও পানামার বিপক্ষে সেরাটা দিতে চান স্কালোনি। তিনি বলেন, ‘যেভাবে সবার বিপক্ষে খেলি আমরা, এবারও একইভাবে খেলব। আমাদের সবসময়ই সেরাটা দিতে হবে। মাঠের পারফরম্যান্সই আসল। সাফল্য উদযাপনে সমস্যা নেই; কিন্তু মাঠে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আর্জেন্টিনার জার্সি পরলে সেরাটা দিতে হবে সব সময়। ’ 

পানামার বিপক্ষে এর আগে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবশেষ ২০১৬ কোপা আমেরিকায় তাদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এবারও হ্যাটট্রিক পেলে আর্জেন্টাইনদের উদযাপনে এক ভিন্ন মাত্রা যোগ হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।