ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

শুরুর একাদশে নেই জামাল, অধিনায়ক তপু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
শুরুর একাদশে নেই জামাল, অধিনায়ক তপু

ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (২৮ মার্চ) সিশেলসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া।

তার বদলে নেতৃত্ব দেবেন তপু বর্মণ।  

প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুটি পরিবর্তন এনেছেন।  

জামালের পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন রবিউল ইসলাম। এক সময় জাতীয় দলে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন রবিউল। এরপর হারিয়ে যান ফুটবল থেকে। অনেক সংগ্রামের পর এখন জাতীয় দলে নিজের নাম লিখিয়েছেন তিনি।  

২০১৩ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর মাত্র তিনবার বদলি হয়ে মাঠে নেমেছিলেন জামাল। ২০১৫ সালে আফগানিস্তান, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও ২০২১ সালে নেপালের বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা মিডফিল্ডার।

এছাড়াও আগের ম্যাচে একাদশে ছিলেন দীর্ঘ বিরতির পর ফেরা আমিনুর রহমান সজীব। আজ সজীবের বদলে সুমন রেজাকে একাদশে নিয়েছেন কোচ৷ 

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক ), তপু বর্মণ, রবিউল ইসলাম, রাকিব হোসেন, তারিক কাজী, সোহেল রানা, সোহেল রানা, রিমন হোসেন, সুমন রেজা, সাদ উদ্দিন ও মজিবুর রহমান জনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।