ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

তবুও সাফ জয়ের স্বপ্ন কাবরেরার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, মার্চ ২৮, ২০২৩
তবুও সাফ জয়ের স্বপ্ন কাবরেরার

র‌্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে আজ ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে একই ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ ড্রয়ে শেষ হয়েছে। তবে এই দল নিয়েই সাফ শিরোপা জয়ে বিষয়ে আশাবাদী লাল-সবুজ জার্সিধারীদের কোচ হাভিয়ের কাবরেরা।

ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমি এই দল নিয়ে এখনো (সাফের) শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। ছেলেরা আজ যথেষ্ট ভালো খেলেছে। সিশেলস পুরো ম্যাচেই শারীরিক ট্যাকল বেশি করেছে। তারা শারীরিকভাবে, এটার প্রয়োগ ম্যাচে তারা করেছে। তবে বাংলাদেশ ভালো খেলেছে। আমি এখনো এই দল নিয়ে আশাবাদী। ’

‘আজকের ম্যাচের পর আমার দলের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তারা প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে,’ যোগ করেন তিনি।

যেমন চান দল তেমন খেলতে পারছে কিনা? এমন প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, 'হ্যাঁ, আমি যেমনটা চাই দল তেমনভাবে খেলতে পারছে। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে তারা আরও ভালো পারফর্ম করতে পারবে। ’

প্রথম ম্যাচের মতো আজও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এলিটা কিংসলে। তিনটি গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পাননি তিনি। তবে এটা নিয়ে চিন্তিত নন দলের কোচ, ‘এলিটা আজ ভালো খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি। আগের ম্যাচেও সুযোগ তৈরি করেছিল। গোল করতে না পারলেও দলের হয়ে অবদান রাখছে। আগামী ম্যাচগুলোতে এলিটা আরও ভালো খেলবে। ’

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।