ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গেতাফের মাঠে বার্সেলোনার হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
গেতাফের মাঠে বার্সেলোনার হোঁচট

লিগের শেষদিকে এসে ছন্দ হারাচ্ছে বার্সেলোনা। টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে জাভি হের্নান্দেসের দলকে।

 

লা লিগায় রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষে একই ফলাফল আসে ক্লাবটির।

ঘরের মাঠে শুরুটা ভালোই পায় গেতাফে। পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। বক্সে মুনির এল হাদ্দাদিকে বল বাড়ান বোরহা মায়োরাল। তবে ঠিকঠাক হেড নিতে পারেননি এই ফরোয়ার্ড। ২৫তম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। তবে রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে দ্বিতীয় শট নেন আলেহান্দ্রে বাল্দে। সেটিও পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পর একইভাবে খেলতে থাকে বার্সা। বল দখলে এগিয়ে থাকলেও গেতাফের রক্ষণভাগে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। এভাবে শেষ পর্যন্ত লড়ে যায় কাতালানরা। ফলে আগের ম্যাচের মতো ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

২৯ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে গেতাফে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।