ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরও গোল করতে চান থুইনু মারমা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
আরও গোল করতে চান থুইনু মারমা

সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন থুইনু মারমা।

৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঐ ম্যাচে আরও বেশি গোল করতে চান বলে জানিয়েছেন থুইনু।

আজ এক ভিডিও বার্তায় থুইনু বলেন, ‘আমার খুব ভালো লাগছে। মাঠে দর্শক ছিল অনেক। তাদের সামনে গোল করতে পেরেছি। সাফের পর যে অনুশীলন করেছি, সেই ভুলগুলো সংশোধন করে খেলেছি। পরের ম্যাচে হ্যাটট্রিক করার চেষ্টা থাকবে। নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবো। ’

দলের ডিফেন্ডার জয়নব বিবি স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রবাসী সমর্থকদের সমর্থন আশা করে বলেছেন, ‘কালকের ম্যাচটা ভালো ছিল। দর্শকরা মাঠে এসেছিল। আশা করছি, পরের ম্যাচেও দর্শকরা আসবে। আমাদের আগের মতো সমর্থন করে যাবে। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।