ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে সহজ ভাবে নিচ্ছে না কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ৪, ২০২৩
মুক্তিযোদ্ধাকে সহজ ভাবে নিচ্ছে না কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগামীকাল (০৫ মে) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। নিজেদের সর্বশেষ ম্যাচে প্রিমিয়ার লিগের জায়ান্ট আবাহনী লিমিটেডকে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।

তাদের বিপক্ষে ম্যাচটা সহজ ভাবে নিচ্ছেন না বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন।  

শক্তির বিচারে মুক্তিযোদ্ধার চেয়ে ঢের এগিয়ে কিংস। লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ইতোমধ্যেই চতুর্থ শিরোপার সুবাস পেতে শুরু করেছে। তবে স্বস্তির নিঃশ্বাস নিতে নারাজ দলের কোচ অস্কার ব্রুজোন।  

তিনি বলেন, ‘শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা আবাহনীকে হারিয়েছে। লিগের এই পর্যায়ে কোন দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা আমাদের সেরাটাই খেলবো। ’

লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা দারুণ ফর্মে আছে। বিশেষ করে জায়ান্টদের বিরুদ্ধে। সবশেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়েছে, এর ঠিক আগের ম্যাচে শেখ জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। কিংসের বিপক্ষে দলটির চলতি মৌসুমের পারফরম্যান্সও বেশ ভালো।

চলতি মৌসুমে মুক্তিযোদ্ধাই কিংসের বিপক্ষে ম্যাচগুলোতে আগে গোল করতে পেরেছে। তাও এক ম্যাচে নয়, দুই ম্যাচে কাজটা করে দেখিয়েছে। শুধু তা-ই নয়, এ পর্যন্ত চলতি মৌসুমে মুক্তিযোদ্ধা কিংসের মুখোমুখি হয়েছে তিনবার। গোল করেছে প্রতিটি ম্যাচেই, ফেডারেশন কাপের গ্রুপ পর্বে তো করেছিল তিন গোল! তবে একটা ম্যাচেও জয় পায়নি মুক্তিযোদ্ধা, কিংসের বিপক্ষে এই মৌসুমে কেউই জেতেনি।

আজ দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী মুখোমুখি হবে পুলিশ এফসির।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।