ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান নিষেধাজ্ঞায় থাকা সোহাগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১০, ২০২৩
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান নিষেধাজ্ঞায় থাকা সোহাগ

বাংলাদেশের ফুটবলে এখন আলোচ্য বিষয় সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা। আর্থিক অনিয়মের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 

গত ১৪ এপ্রিল এই সিদ্ধান্ত আসার পর পরই বাফুফে তাকে আজীবন নিষিদ্ধ করার ঘোষনা দিয়েছে। তবে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে নিষেধাজ্ঞা নিয়ে আপিল করেছেন সোহাগ। সেখানে নিজেকে নির্দোষ প্রমান করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান বলে জানিয়েছেন সাবেক বাফুফে সাধারণ সম্পাদক।

নিষিদ্ধ হওয়ার পর সোহাগ তার আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল আপিল করার কথা। আজ (১০ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সোহাগ এবং তার আইনজীবী। সেখানেই নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।

সেখানে উচ্চক্রীড়া আদালতে আপিল করার কথা জানিয়েছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন। তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ক্রীড়া আদালতে আপিল করেছি। এখানে শুনানি কবে হবে তা আমরা এখনো জানি না। এটা একটা দীর্ঘ পক্রিয়া। ছয় মাস থেকে এক বছর সময় লেগে যেতে পারে রায় আসতে। তবে আমরা মক্কেল আবু নাঈম সোহাগের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভুল প্রমান করতে পারার বিষয়ে আমরা আশাবাদী। ’

আবু নাইম সোহাগ নিজেকে সরাসরি নির্দোষ দাবি না করে বলেন,‘সময় সব কিছুর উত্তর দিয়ে দিবে। আমরা আমাদের পক্ষ থেকে সব ডকুমেন্টস নিয়ে প্রস্তুত আছি। কোর্ট অব স্পোর্টস আব্রিট্রেশনে (সিএএস) আপিল করছি। সেখানেই সব কিছু প্রমাণ হবে। আমি বিশ্বাস করি, এই অভিযোগ থেকে মুক্ত হয়ে এসে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে পারবো। ’

সোহাগের আইনজীবী আজমালুল আন্তর্জাতিক আইনে বেশ অভিজ্ঞ। ক্রীড়া আইনও বেশ ভালো ভাবেই জানা আছে তার। বাফুফের এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও ক্রীড়াঙ্গনের বেশ কিছু ফেডারেশনের এথিক্স কমিটির প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ফিফার সিদ্ধান্তকে ভুল বলেছেন এই প্রবীন আইনজীবী। তিনি বলেন, ‘২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয় কমিটি ও নীতিমালা ছিল না। ফিফার নির্দেশেই সকল কিছু হয়েছে। ফলে তাদের প্রদত্ত সিদ্ধান্ত সঠিক নয়। ’

৫ মে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার সিদ্ধান্তের বিপক্ষে আপীল করেছেন আজমালুল। তিনি বলেন, ‘আমরা যুক্তি ও প্রমাণ উপস্থাপন করেছি। এরপর আরও বেশ কিছু পক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আশা করি ফলাফল ইতিবাচক হবে। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ১০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।