ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে বছরের পর বছর ধরাশায়ী হচ্ছে বার্সেলোনার ছেলেদের। কিন্তু মেয়েদের গ্রাফটা ক্রমশই ঊর্ধ্বমুখী।

গত পাঁচ বছরে চারবারই ফাইনাল খেলেছে তারা। শিরোপা জিতেছে দুইবার। সবশেষ ভলফসবুর্গকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। সেটাও প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে।

নেদারল্যান্ডসের ফিলিপস এস্তাদিও মাঠে  ম্যাচের ৩৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা। ফাইনালের মতো মঞ্চে এমন পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির খুব একটা নেই। কিন্তু বিরতির পর দেখা মিলল অন্য এক বার্সার। ৪৮ মিনিটে ক্যারোলিন গ্রাহামের বানিয়ে দেওয়া বলে এক গোল শোধ দেন পাত্রী গিহারো। দুই মিনিট পর তার গোলেই সমতায় ফেরে কাতালানরা। এরপরই খেলা বার্সার নিয়ন্ত্রণে চলে যায়। ৭০ মিনিটে স্প্যানিশ ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রিদোলিনা রোলফো।  

ম্যাচের ৯০ মিনিটে বদলি হয়ে মাঠে ব্যালন ডি'অর জেতা আলেক্সিয়া পুতেয়াস। চোট কাটিয়ে এবারই প্রথম মাঠে নামেন তিনি। যোগ করা সময়ের সাত মিনিট খেলে মেতে ওঠেন শিরোপা উৎসবে। এমন এক জয়ের পর গতবার ফাইনালে হারের স্বাদটা ভুলে যান তিনি। সেবার অলিম্পিক লিওঁ বিপক্ষে শুরুতেই তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।

বাংলাদেশ সময়ঃ ০২১৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৩

এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।