ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফুটবল

ডোপ কেলেঙ্কারিতে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যেতে পারে বলিভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জুলাই ২০, ২০২৫
ডোপ কেলেঙ্কারিতে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যেতে পারে বলিভিয়া সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ মুহূর্তে এসে বড় দুঃসংবাদ শুনতে হলো বলিভিয়াকে। জাতীয় দলের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ প্রমাণিত হলে কনমেবল পয়েন্ট কেটে দিতে পারে, আর তাতেই ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে পারে দলটি।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বলিভিয়া জাতীয় দলের খেলোয়াড় বোরিস সেসপেদেস ও রামিরো ভাকা উচ্চতার প্রভাব কমাতে ব্যবহৃত কিছু নিষিদ্ধ উপাদান গ্রহণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে সেসপেদেসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে, আর রামিরো ভাকার কাণ্ড ঘটে কোপা লিবার্তাদোরেসে।

এই দুই কেলেঙ্কারির প্রেক্ষিতে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল বলিভিয়ার পয়েন্ট কেটে নিতে পারে। যদি এমনটি ঘটে, তাহলে মাত্র দুই ম্যাচ বাকি থাকতে বলিভিয়া ছিটকে পড়বে বিশ্বকাপের দৌড় থেকে।

বলিভিয়া বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে আছে, প্লে-অফে থাকা ভেনেজুয়েলার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। কিন্তু শাস্তি কার্যকর হলে সেই সুযোগও হারাবে তারা।

১৯৩০, ১৯৫০ ও ১৯৯৪ সালের পর বিশ্বকাপে আবারো জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছিল বলিভিয়া। কিন্তু এই ডোপিং-ঘটনা তাদের সেই আশা শেষ করে দিতে পারে।

বাছাইপর্বের সেপ্টেম্বরের শেষ দুই ম্যাচে বলিভিয়াকে খেলতে হবে কলম্বিয়ার মাঠে এবং ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে। অন্যদিকে ভেনেজুয়েলা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।