ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাফে যেতে পাকিস্তানের ভিসা জটিলতা কাটলো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সাফে যেতে পাকিস্তানের ভিসা জটিলতা কাটলো

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভিসা জটিলতায় সাফে অংশ নেয়া প্রায় অনিশ্চিত হয়ে পরেছিল পাকিস্তানের।

তবে সেই সব বাধা কেটেছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।  

আজ সাফের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভার আগেই পাকিস্তানের ভিসার জটিলতা কেটেছে বলে জানিয়েছেন হেলাল। এছাড়াও সাফকে সামনে রেখে যেসব সংশয় দেখা দিয়েছিল তার সবই প্রায় সমাধান হয়েছে।  

হেলাল বলেন, ‘মূলত ভিসা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নিয়ে কাজ করছে। সেই সমস্যার সমাধানও হয়েছে ইতোমধ্যে। ’

সাফের প্রস্ততির জন্য পাকিস্তান থাকবে মরিশাসে। ভারতে যাওয়ার জন্য পাকিস্তানের ভিসা বরাবরই জটিল বিষয়। দুই দেশের কূটনীতিক বৈরিতার ছাপ আছে ক্রীড়াঙ্গনেও। তবে এবার সেই রকম হচ্ছে না বলে জানালেন সাফের সাধারণ সম্পাদক, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে পাকিস্তান মরিশাস থেকে ভারতের ভিসা নিতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনও দিয়েছে ভারত। ’

ভারত পাকিস্তানের ভিসা অনুমোদনের সিদ্ধান্ত দিলেও দেশটির সরকার ফুটবল দলকে প্রেরণের ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি। এই একটি জায়গায় সংকট রয়ে গেছে, ‘এখন শুধু পাকিস্তান দলের তাদের সরকারের অনুমোদন বাকি রয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে ২-১ দিনের মধ্যে তারাও সেই অনুমোদন পেতে পারে। ’ 

সরকার অনুমোদন না দিলে পাকিস্তান ফুটবল দলের ভারতে যাওয়া হবে না। সেক্ষেত্রে আট দলের পরিবর্তে সাত দল নিয়ে অনুষ্ঠিত হবে সাফ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৮, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।