ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে

ফুটবল প্রিয় বাংলাদেশের মানুষের জন্য দারুণ খবর নিয়ে এসেছে টি স্পোর্টস। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ।

 

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল (২১ জুন)। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভূটান, নেপাল, মালদ্বীপ, লেবানন ও কুয়েতকে নিয়ে ভারতের ব্যাঙ্গালোরে শুরু হচ্ছে সাফের ১৪তম আসর।  

বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন লেবাননের বিপক্ষে। 'বি' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। 'এ' গ্রুপে ভারতের সঙ্গে আছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।

এবারের আসরের সবগুলো ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। সেই সঙ্গে টি স্পোর্টসে মোবাইল অ্যাপে বিনামূল্যে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে দেখা যাবে সাফ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলো।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।