পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে এবার বিপদে পড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার বিলাসবহুল বাড়ির নির্মাণকাজ ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে রিও দে জেনেরিওর স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রাজিলের রাজধানীর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বাড়ি নির্মাণ করছেন নেইমার। ২০১৬ সালে এই স্থানে তিনি জায়গা কেনেন বিলাসবহুল প্রাসাদের মতো এই বাড়ি করতে। আড়াই একর জায়গা জুড়ে যেখানে নির্মাণ করা বাড়িটিতে থাকবে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছু।
কিন্তু স্থানীয় সরকার বেশ কিছু অভিযোগ আনে বাড়িটির বিরুদ্ধে। প্রথমত স্থানীয় পরিবেশ বিভাগের অনুমতি না নেওয়া। তাছাড়া বাড়িটি পরিষ্কার পানি, পাথর ও বালির ব্যবহার ও প্রবাহ বাধাগ্রস্ত করা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে বলে জানানো হয় স্থানীয় পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা। এই অভিযোগ প্রমাণিত হলে অন্তত ৫০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস (১০ লাখ মার্কিন ডলারের বেশি) জরিমানা দিতে হবে নেইমারকে।
দেশটির কিছু সংবাদমাধ্যম জানায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় সরকারের কর্মকর্তাগণ নেইমারের বাবার দুর্ব্যবহার ও অপমানের শিকার হন। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করারও হুমকি দেয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অবশ্য তা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরইউ