ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নে যোগ দিচ্ছেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
বায়ার্নে যোগ দিচ্ছেন হ্যারি কেইন

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে হ্যারি কেইনের দলবদল নিয়ে। যেখানে বায়ার্ন মিউনিখের নামটা বারবার আসছিল।

অবশেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বুন্ডেসলিগার ক্লাবটি, এমনটাই জানাচ্ছে ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যমগুলো।  

গণমাধ্যমের প্রতিবেদন বলছে ১০ কোটি ইউরোর বেশি মূল্য দিয়ে ইংলিশ এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে যাচ্ছে বায়ার্ন। চুক্তির ব্যাপারে যোগাযোগ করতে ক্লাবটির সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টর্স। যদিও তারা কোনো মন্তব্য করেনি।  

স্পার্সদের হয়ে লম্বা সময় ধরে খেলা কেইনের চুক্তি এখনও এক বছর বাকি আছে। ক্লাবটির সর্বোচ্চ গোলস্কোরার ৪৩৫ ম্যাচে করেছেন ২৮০টি গোল। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ২১৩টি।  

এদিকে রবের্ত লেভানডোভস্কি ক্লাব ছাড়ার পর বায়ার্ন খুব করে একজন স্ট্রাইকার খুঁজছে। আর কেইন যদি নিশ্চিত হয়, তবে এই খরা কাটবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের। একইসঙ্গে লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও বনে যাবেন তিনি।  

বায়ার্ন ২০২৩-২৪ মৌসুম শুরু করবে আগামী শনিবার; লাইপজিগের বিপক্ষে জার্মান সুপার কাপের ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।