ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কলম্বিয়াকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
কলম্বিয়াকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড সংগৃহীত ছবি

রোমাঞ্চকর টাইব্রেকারে ফ্রান্সকে হারানোর পর এবার সেমিফাইনালের প্রতিপক্ষ পেয়ে গেল অস্ট্রেলিয়া। কলম্বিয়াকে বিদায় করে ২০২৩ নারী বিশ্বকাপের সহ-আয়োজকদের সঙ্গী হলো ইংল্যান্ড।

সিডনিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত আসরের অন্যতম ফেবারিটরা ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে।  

পুরো টুর্নামেন্টে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা ইংল্যান্ড আজ ছন্দে ফিরেছে। জমাট রক্ষণের পাশাপাশি আক্রমণভাগেও বেশ গোছানো ফুটবল খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যদিও প্রথমার্ধের শেষদিকে গোল করে বসেছিল কলম্বিয়া। কিন্তু দুইবার সুযোগ পেয়ে দুইবারই বল জালে জড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।

স্রোতের বিপরীতে ৪৪তম মিনিটে গোলের দেখা পায় কলম্বিয়া। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলটি শোধ করে দেয় ইংল্যান্ড। সমতা ফেরানো গোলটি করেন লরেন হেম্প। এরপর ৬৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যালেসিয়া রুশো।

এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। এর আগে তারা ২০১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে জাপানের কাছে হেরে বিদায় নিয়েছিল।  

আগামী ১৬ আগস্ট সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।