ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে নতুন মৌসুম শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
জয় দিয়ে নতুন মৌসুম শুরু আর্সেনালের

গত মৌসুমে খুব কাছে গিয়েও হাতছাড়া হয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা। উড়ন্ত আর্সেনাল শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলে।

তবে সেসব ভুলে গিয়ে নতুন করে নতুন মৌসুম শুরু করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছে তারা।  

এমিরেটস স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। শুরুতেই দলকে এগিয়ে নেন এডি এনকেতিয়াহ। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। বিরতির পর অবশ্য ক্লাবটি আর গোল পায়নি। উল্টো এক গোল শোধ করে ব্যবধান কমিয়েছে নটিংহ্যাম।  

ঘরের মাঠে ২৬তম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির দেওয়া বল বক্সে টেনে নিয়ে নটিংহ্যামের বেশ কয়েকটজনকে ফাঁকি দিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এনকেতিয়াহ। পা দিয়ে চেষ্টা করেও ঠেকাতে পারেননি গোলরক্ষক।  

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাকা। কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিতে পারেননি নটিংহ্যাম ডিফেন্ডাররা। আর্সেনাল খেলোয়াড়দের বেশ কয়েকটি পাসের পর বল চলে আসে সাকার পায়ে। বল পেয়ে বুলেট গতির এক শটে জালে খুঁজে নেন ইংলিশ এই তরুণ ফরোয়ার্ড।  

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় নটিংহ্যাম। সুযোগ পেলেই আক্রমণে যাওয়া দলটি গোলেরও দেখা পায়। তবে সেটির জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২তম মিনিট পর্যন্ত। প্রতিআক্রমণ থেকে বল টেনে নিয়ে তাইয়ো আয়োনিয়িকে পাস দেন ইলাগা। বদলি নামা স্ট্রাইকার সহজ শটেই পরাস্ত করেন অ্যারন রামসডালেকে।  

পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।