ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপে মালদ্বীপের ক্লাবকে হারাল আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এএফসি কাপে মালদ্বীপের ক্লাবকে হারাল আবাহনী

সিলেটে আজ (১৬ আগস্ট) এএফসি কাপের প্রাথমিক পর্বে ঢাকা আবাহনী ২-১ গোলে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে। ‍দলের হয়ে গোল করেছেন দুই বিদেশি ফুটবলার কর্নেলিয়াস স্টুয়ার্ট এবং দানিলো অগাস্তো।

এএফসি কাপের মূল পর্বে খেলতে হলে আবাহনীকে ২২ আগস্ট আরেকটি ম্যাচে জিততে হবে।

প্রথমার্ধে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল আবাহনী লিমিটেড। গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল পেয়েছিলেন। তবে অতিথিরা বিরতির পর সমতায় ফিরলেও ব্রাজিলিয়ান দানিলো অগাস্তো আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন।

সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণে যায়। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলছে মারিও লেমসের দল। ম্যাচের ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা গোলকিপার হাত উঁচিয়ে ঠেকিয়ে দেন। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন।

২০ মিনিটে আবাহনী গোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। ৬৪ মিনিটে ঈগলস ম্যাচে সমতায় ফেরে। মিলোভান পেট্রোভিচের ফ্রিকিকে দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ রিজোয়ান।

৮৯ মিনিটে আবাহনী জয়সূচক গোল পায়। মুজাফফরভের কর্নারে ব্রাজিলিয়ান দানিলোর হেডে স্বাগতিক দলের সমর্থকদের মুখে চওড়া হাসি আসে।

২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।