ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

উয়েফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে ডি ব্রুইনা-মেসি-হালান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
উয়েফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে ডি ব্রুইনা-মেসি-হালান্ড

নতুন মৌসুম শুরু হয়ে গেছে। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নস লিগ শুরু হতে ঢের বাকি।

আগামী ৩১ আগস্ট মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে এর ড্র। সেদিনই গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত করবে উয়েফা। এর আগে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে তারা। যেখানে মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা ও আরলিং হালান্ড।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনা করে ১১ জনের তালিকা বানিয়েছে উয়েফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। সেই তালিকা থেকে ভোটের মাধ্যমে সেরা তিন জনকে বাছাই করে নেন ক্লাব কোচ ও কিছু সাংবাদিকদের নিয়ে গঠিত জুরি বোর্ড। তাতে সবমিলিয়ে মেসি, ডি ব্রুইনা ও হালান্ডকে টপকাতে পারেননি বাকিরা।

গত মৌসুমে সময়টা দারুণ কেটেছে মেসির। জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। এছাড়া পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা।

ম্যানচেস্টার সিটিকে গত মৌসুমে ট্রেবল জেতানোর দুই কাণ্ডারি ডি ব্রুইনা ও হালান্ড। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটোতেই সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড, দুটো আসর মিলিয়ে ৪৮  গোল করেছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৬ অ্যাসিস্ট করেন ডি ব্রুইনা। এছাড়া চ্যাম্পিয়নস লিগে সাতটি অ্যাসিস্ট আসে এই বেলজিয়ান মিডফিল্ডারের কাছ থেকে।

এদিকে বর্ষসেরা কোচের তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোন ইনজাঘি ও নাপোলির লুসিয়ানো স্পালোত্তি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এএইচএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।