ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেভিয়া ছেড়ে আল হিলালে মরক্কোর ‘বিশ্বকাপ হিরো’ 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
সেভিয়া ছেড়ে আল হিলালে মরক্কোর ‘বিশ্বকাপ হিরো’ 

ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোদের তালিকায় আরও এক বড় তারকার নাম যুক্ত হলো। এবার নেইমার জুনিয়রের পথ ধরে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল হিলালে যোগ দিলেন সেভিয়ার মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো।

আজ শুক্রবার চুক্তি স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আল হিলাল। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ৩২ বছর বয়সী বোনো, কাতার বিশ্বকাপে যার অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছিল পুরো ফুটবলবিশ্বের। তার নৈপুণ্যের ওপর ভর করে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে মরক্কো। সেই সাফল্যের বছর না ঘুরতেই সেভিয়া ছাড়লেন তিনি। পরবর্তী ঠিকানা হিসেবে তিনি বেছে নিলেন সৌদি আরবকে, যেখানে এখন ফুটবল তারকাদের মেলা বসেছে।

সৌদি ক্লাবগুলোর দাপটে এবারের গ্রীষ্মে রীতিমতো ইউরোপ ছাড়ার হিড়িক পড়ে গেছে।  পর্তুগিজ ফুটবলের 'যুবরাজ' ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর করিম বেনজিমা, সাদিও মানে, এনগোলো কঁতে, রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়ররা পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। এখনও লোভনীয় সব প্রস্তাব পাচ্ছেন বড় বড় ফুটবল তারকারা। সেসব প্রস্তাবগুলোতে সাড়া দিয়ে কাতারে কাতারে সৌদি ক্লাবগুলোতে নাম লেখাচ্ছেন অনেক নামকরা ফুটবলার। কিছুদিন আগে পিএসজি ছেড়ে প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এবার সেই তালিকায় যুক্ত হলো বোনোর নাম।  

২০১৯ সালে বোনো যোগ দিয়েছিলেন সেভিয়াতে। গত বছর স্প্যানিশ ক্লাটিকে ইউরোপা লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। গত বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে সুপার কাপের ম্যাচ দিয়ে সেই ক্লাবকে বিদায় বলে দিয়েছেন বোনো।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।