ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন রোনালদো-নেইমারদের খেলা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন রোনালদো-নেইমারদের খেলা

ফুটবল বিশ্বে এখন নতুন পরাশক্তি সৌদি আরব। এবারের গ্রীষ্মকালীন দলবদলে বড় বড় তারকা ফুটবলারদের ভিড়িয়ে চমকে দিয়েছে দেশটির ক্লাবগুলো।

তাই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে তারা। এতোদিন সৌদি প্রফেশনাল লিগ বাংলাদেশ থেকে টিভিতে দেখার উপায় ছিল না। তবে সেটার বন্দোবস্ত করে ফেলেছে ভারতীয় ব্রডকাস্টার সনি স্পোর্টস নেটওয়ার্ক। এখন থেকে সনি স্পোর্টস টেন ওয়ানে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমাদের খেলা।

আগামী দুই বছরের জন্য সৌদি প্রো লিগের টিভিস্বত্ব কিনে নিয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এর শুরুটা আজ থেকেই। সৌদি প্রো লিগে বাংলাদেশ সময় রাত ১২টায় আল তাউনের মুখোমুখি হবে রোনালদোর ক্লাব আল নাসর। সনি স্পোর্টস টেন ওয়ানের পর্দায় সরাসরি দেখা যাবে ম্যাচটি। কাল আল ফাইয়ার বিপক্ষে লড়বে নেইমারের আল হিলাল। একইসময়ে আল তাইয়ের মুখোমুখি হবে বেনজেমার আল ইত্তিহাদ। টিভি ছাড়াও ওটিটি প্লাটফর্ম সনি লাইভে দেখা যাবে ম্যাচ গুলো।

এদিকে সনি স্পোর্টস নেটওয়ার্ক নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, এফএ কাপ, ইউরো, নেশনস লিগের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।