ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এএফসি কাপে ‘ডি’ গ্রুপে কিংস

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিরারি রাউন্ডে শারজাহ এফসির বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এবার কিংসের সামনে এএফসি কাপ মিশন।

সেখানে ‘ডি’ গ্রুপে খেলবে তারা। এই প্রতিযোগীতায় প্লে-অফ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী।

ভারতের ওড়িষা এএফসি গ্রুপের শীর্ষ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস দ্বিতীয় ও মালদ্বীপের মাজিয়া তৃতীয় শীর্ষ দল। প্লে অফে ঢাকা আবাহনীকে হারিয়ে মূল পর্বে উঠা ভারতের মোহনবাগান গ্রুপের চতুর্থ দল। করোনা ভাইরাসের জন্য গত আসরটি একটি ভেন্যুতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এবার অবশ্য আগের ফরম্যাটেই হোম-অ্যাওয়েতে ফিরে গিয়েছে টুর্নামেন্টটি।

এই প্রতিযোগীতায় বসুন্ধরা কিংসের প্রথম প্রতিপক্ষ মাজিয়া। মালদ্বীপের মালেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে বসুন্ধরা কিংস আতিথ্য দেবে ২/৩ অক্টোবর। আবার অক্টোবরেই ভারতে গিয়ে মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে কিংসকে। হোমে তিনটি এবং অ্যাওয়ে তিনটি করে ম্যাচ খেলবে চার দলই। ১১/১২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচ। ছয় ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে।

একনজরে এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচগুলো ও সম্ভাব্য সময়:

  • ১৮/১৯ সেপ্টেম্বর: মাজিয়া-বসুন্ধরা কিংস
  • ২/৩ অক্টোবর: বসুন্ধরা কিংস-ওড়িষা
  • ২৩/২৪ অক্টোবর: মোহনবাগান-বসুন্ধরা কিংস
  • ৬/৭ নভেম্বর: বসুন্ধরা কিংস-মোহনবাগান
  • ২৭/২৮ নভেম্বর: বসুন্ধরা কিংস-মাজিয়া
  • ১১/১২ ডিসেম্বর: ওড়িষা-বসুন্ধরা কিংস

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।