ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দলবদলে এবার রেকর্ড অর্থ খরচ করেছে প্রিমিয়ার লিগ ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
দলবদলে এবার রেকর্ড অর্থ খরচ করেছে প্রিমিয়ার লিগ ক্লাবগুলো

ইংলিশ প্রিমিয়ার লিগে গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে এখনো প্রায় সপ্তাহখানেক বাকি। কিন্তু এরই মধ্যে রেকর্ড অর্থ খরচ করেছে ক্লাবগুলো।

গত মৌসুমে সব ক্লাব মিলিয়ে খরচ করেছিল ১৯২ কোটি পাউন্ড। তবে এবার ছাড়িয়ে গেছে সেটি। এখন পর্যন্ত ক্লাবগুলোর খরচ ১৯৫ কোটি পাউন্ড। দলবদল শেষে তা ২০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা ডিলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের।

এবারের দলবদল শুরু হয়েছে গত ১৪ জুন। এখন পর্যন্ত ১০ কোটি বা তার বেশি পাউন্ডের সাইনিং হয়েছে দুটি।  ব্রাইটন থেকে ১১.৬ কোটি ইউরোতে ইকুয়েডরের মিডফিল্ডার মোয়েসেস কায়সেদোকে দলে ভিড়িয়েছে চেলসি।  বাকি ক্লাবগুলোর থেকে এবার সবচেয়ে বেশি অর্থ খরচ (৪০১.১০ মিলিয়ন ইউরো) খরচ করেছে তারা। নতুন ফুটবলার কিনেছে ৯ জন।

অন্যদিকে ওয়েস্ট হামকে ১১.৬৬ কোটি পাউন্ড দিয়ে ডেকলান রাইসকে কিনেছে আর্সেনাল। খেলোয়াড় কেনায় এখন পর্যন্ত তাদের খরচ হয়েছে ২৩৪.৯৪ মিলিয়ন ইউরো।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এই সপ্তাহেই ৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে বেলজিয়ান মিডফিল্ডার জেরেমি দোকুকে দলে ভিড়িয়েছে। এছাড়া ডিফেন্ডার ইয়োস্কো ভার্দিওলকে নিতে তাদের খরচ হয়েছে ৯০ মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেডে এবার সবচেয়ে দামী খেলোয়াড় ড্যানিশ স্ট্রাইকার রাসমুস হইলুন। যার জন্য ৭২ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে তাদের।

এদিকে আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে প্রিমিয়ার লিগের দলবদল।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।