ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

গ্যালারিতে উপস্থিত থাকবেন প্রবাসী বাংলাদেশিরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
গ্যালারিতে উপস্থিত থাকবেন প্রবাসী বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার ইয়ারাভিল্লে গ্লোরি ফুটবল ক্লাবে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

সেখানেও উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। ম্যাচেরও দিনও গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তারা।

ইতোমধ্যেই ম্যাচের টিকিট কিনে ফেলেছেন বলে জানিয়েছেন উপস্থিত এক সমর্থক। বাংলাদেশের অনুশীলন দেখতে আসা মেলবোর্ন প্রবাসী এক বাংলাদেশি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাদের অনেক ভালো লাগছে। কখনই ভাবিনি দেশের ফুটবলারদের এভাবে সামনাসামনি দেখতে পাবো। আমরা ম্যাচের দিন দলকে অনুপ্রেরণা দেবো। অনেক বাংলাদেশি আসছে অনুশীলন দেখতে। ম্যাচের দিনও আসবে। ’

মেলবোর্ন প্রবাসীদের অনেকেই আগেভাগে ১৬ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কিনে ফেলেছেন। এমন একজন বলছিলেন, ‘আমরা টিকিট কিনেছি। যারা এখানও টিকিট কাটেনি, তারা টিকিট কেটে নাও। সবাই মিলে একসঙ্গে খেলা দেখবো। ’ আরেক যুবক বলছিলেন, ‘১৬ তারিখে স্টেডিয়ামে দেখা হবে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।