ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের মুখ দেখেনি ব্রাজিলও, চোটে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
জয়ের মুখ দেখেনি ব্রাজিলও, চোটে ভিনিসিয়ুস

নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। টানা তিন ম্যাচ ধরে জয়ের দেখা পায়নি সেলেসাওরা।

উরুগুয়ের পর এবার হারল কলম্বিয়ার কাছে। শুরুতে এগিয়ে গেলেও দিনশেষে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে জ্বলে ওঠেন লুইস দিয়াস। যার বাবা কিছুদিন আগেই অপহরণকারীদের থেকে মুক্তি পান। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্রাজিলকে হারের ধাক্কা দেন এই ফরোয়ার্ড।

যদিও এস্তাদিও মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাসে কিছুটা ঝুঁকে ডান পায়ের শটে বল জালে পাঠান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু ২৬ মিনিটে ভিনিসিয়ুস ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে গেলে আক্রমণশক্তি কমে যায় ব্রাজিলের। গত মাসেই আরও এক থেকে চোট থেকে সেরে উঠেছিলেন এই ফরোয়ার্ড।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া কলম্বিয়া ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে এসে। ৭৫ মিনিটে বোরহার ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান দিয়াস। গ্যালারিতে থেকে সেই গোল উদযাপন করতে দেখা যায় তার বাবাকে। চার মিনিট পর আবারও গোটা কলম্বিয়ানদের উল্লাসে ভাসান দিয়াস। এবার হামেস রদ্রিগেসের অ্যাসিস্ট থেকে হেডটি করেন এই ফরোয়ার্ড।

এই হারে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেল ব্রাজিল। ৫ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। পরবর্তী ম্যাচে ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। সেই আর্জেন্টিনাও আজ জয়ের মুখ দেখেনি। উরুগুয়ের কাছে আজ ২-০ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে কলম্বিয়া।

বাংলাদেশ সময়:০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।